নিউজ ডেস্ক

সোমবার ১১ নভেম্বর বিকেলে সচিবালয়ের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি আগামী তিন দিনের মধ্যে দাবি পূরণের আশ্বাস দেন। 

এর আগে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা ও ইউজিসির পাইলট প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ের সামনের মোড় অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।

সরকারের আশ্বাস পাওয়ার পর সচিবালয়ের সামনের অবস্থান কর্মসূচি স্থগিত করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবির বিষয়ে মঙ্গলবার ১২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের দুই সদস্যের প্রতিনিধি শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবে।