মাহমুদুল হাসান
নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে  সদর উপজেলার আলোকবালী আব্দুল মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক জয়নাল আবেদিনের বিরুদ্ধে  বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তুলে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্কুলের শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল ১১ টায় আলোকবালী আব্দুল মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। এর আগে একই দাবিতে গতকাল মঙ্গলবার  ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন স্কুলটির ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক শিক্ষক আব্দুল বাতেন।

আন্দোলনকারী নবম শ্রেণীর  শিক্ষার্থী নুরুল আমিন বলেন, ” স্কুলের নামে বিভিন্ন অনুদান আত্মসাৎ, চাকরি ছেড়ে দেয়া কর্মচারীকে উপস্থিত দেখিয়ে টাকা উত্তোলন, নামে-বেনামে আমাদের কাছে থেকে ফি আদায়, স্কুলের অব্যবস্থাপনাসহ বিভিন্ন অনিয়মের সাথে তিনি জড়িত। আমরা তার পদত্যাগ চাই।”

একই শ্রেণির আরেক শিক্ষার্থী আরমান মিয়া বলেন, “প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে আমরা বিক্ষোভ মিছিল করছি। আর্থিক অনিয়মসহ ৪ টি বড় অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি প্রধান শিক্ষক হওয়ার পর আশানুরূপ সাফল্য অর্জন করতে পারছেন না,এজন্য  অব্যবস্থাপনায় দায়ী।

শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে গ্রুপিং সৃষ্টির কারিগর তিনি। এছাড়াও নানা অভিযোগ রয়েছে। আমরা তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে বিক্ষোভ মিছিল করছি এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। 

ইংরেজি শিক্ষক আব্দুল বাতেন বলেন, “প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম বিষয়ে শিক্ষা অধিদপ্তর তদন্ত কমিটি গঠন করে তদন্ত করছে। এমপিও এর পাশাপাশি স্কুলের বেতনও গত ৩ মাস যাবত বন্ধ রয়েছে। এর আগে বিভিন্ন আর্থিক অনিয়ম নিয়ে গত ১৪ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন একজন সাবেক শিক্ষার্থী।

আমরা চাই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক এবং স্কুলের শিক্ষার্থীরাও ক্লাসে ফিরে আসুক। প্রধান শিক্ষক অনিয়মের সাথে জড়িত থাকলে  তদন্ত সাপেক্ষে তার বিচার করা হোক কিন্তু তার অপরাধের দায়ে আমাদের ১৭ জন শিক্ষকও কর্মচারীর বেতনাদি বন্ধ করায় আমরা বিপাকে পড়েছি। বেতন না পেয়ে আমাদের সংসার চালানো খুব কষ্ট হচ্ছে।

অভিযুক্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদিন বলেন, ” আমার কোনো অপরাধ নেই। একটি পক্ষ আমার বিরুদ্ধে যড়যন্ত্র করছে। আমি অসুস্থ থাকায় স্কুলে যায় নি এবং শিক্ষার্থীরা বিক্ষোভ করছে কিনা আমি জানি না। হঠাৎ করে কেন শিক্ষার্থীরা আমার পদত্যাগ চান, সেটা বুঝতে পারছি না।

নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কুলটির ম্যানেজিং কমিটির সভাপতি আসমা সুলতানা নাসরিন বলেন, ” তার অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তার বিরুদ্ধে প্রাথমিকভাবে বিভিন্ন অনিয়মের সাথে জড়িত থাকার ঘটনার সত্যতা পাওয়া গেছে। আমি শিক্ষা বোর্ডকে জানিয়েছি এবং তাকে বহিষ্কারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। “