
মাহমুদুল হাসান
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল র্যালী করেছে রায়পুরা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। শনিবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় রায়পুরা গার্লস স্কুল মাঠ থেকে শুরু করে বিশাল র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অডিটরিয়াম মাঠে গিয়ে শেষ হয়।
উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে র্যালীতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভুইয়ার, রায়পুরা উপজেলা বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ হাজারো কর্মী সমর্থকরা অংশ নেয় র্যালীতে। পরে অডিটরিয়াম মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন নেতৃবৃন্দ। এসময় আশরাফ উদ্দিন বকুল নেতা-কর্মীদের একত্রিত হয়ে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে আহব্বান জানান।

