সম্পাদক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর হাউজিং এষ্টেট আবাসিক এলাকায় নির্মাণাধীন ১০ তলা ভবনের ২য় তলায় আবদুল সালাম নামে একজন ভবন প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল সালাম(৬৫) কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী উপজেলার মুমিনগঞ্জ গ্রামের মৃত পনির উদ্দিনের ছেলে।

শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ১০ টায় হাউজিং এস্টেট এলাকার ২ নং সেকশনে পিবিআই অফিসের পিছনে ১০ তলা নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কামরান হোসেন।

স্থানীয় ও পুলিশ বরাত দিয়ে জানা যায়, শনিবার সকাল ১০ টায় নির্মাণাধীন শ্রমিকেরা কাজ করতে আসলে,ভবনের ২য় তলায় সালামের লাশ দেখতে পায়,পরে স্থানীয়রা পুলিশকে জানালে ঘটনাস্থলে পুলিশ এসে সালামের লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত করার জন্য পাঠান।

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কামরান হোসেন বলেন,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে,নিহতের লাশ উদ্ধার করি।নিহত সালামের শরীরে ক্ষত বিক্ষত রয়েছে। বিস্তারিত তদন্ত মাধ্যমে আপনাদেরকে জানানো হবে।