ওমর ফারুক

নরসিংদীর মাধবদী থানাধীন চরদিঘলদী ইউনিয়নের অনন্তরামপুর গ্রামের একটি রাস্থা দীর্ঘদিন ধরে অবহেলিত হয়ে পড়ে ছিলো। রাস্থার বেহাল দশায় শতশত মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হত। তবে এবার অবহেলিত রাস্থাটির সংস্কারকাজ হয়েছে সেচ্ছাশ্রমে। আর এটি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এর সহযোগী সংগঠন চরদিঘলদী ইউনিয়ন এর নেতা কর্মীরা।

অনন্তরামপুর গ্রামের ঈদগাঁহের পাশের রাস্থাটির ভেঙ্গে মাটি সরে গিয়ে অকেজো হয়ে গেছে। এটি ইউনিয়ন এর সাথে যোগাযোগ এর একমাত্র মাধ্যম। রাস্থা অচল হওয়াতে অটোরিকশা চলাচলে সমস্যা দেখা দেয়।

শুক্রবার (২৭ ডিসেম্বর) ইসলামী আন্দোলন চরদিঘলদী ইউনিয়ন এর নেতা কর্মীদের সেচ্ছাশ্রমে রাস্থাটি মেরামত করে সকলের চলাচলের উপযোগী করে তোলে। তাদের এই মহৎ উদ্যোগ প্রসংসিত হচ্ছে চরদিঘলদী ইউনিয়নের সর্বমহলে।

ঝালোকাটি সরকারি কলেজের প্রভাষক এরশাদ মিয়া বলেন সকল “রাজ‌নৈ‌তিক দলের কর্মীগণ যদ‌ি এমন হ‌তো, ত‌বে ছোটখাট কিছু সংস্কার কর্মীগণ ন‌ি‌জেরাই কর‌তে পারতেন। ধন্যবাদ ইসলামী আ‌ন্দোলন বাংলা‌দেশ‌কে।”

বাঞ্ছারামপুর সরকারি কলেজের প্রভাষক সুমন মিয়া বলেন “সত্যিই প্রশংসাযোগ্য কাজ। কয়েকমাস আগে বাড়িতে যেয়ে রাস্তার এমন অবস্থা দেখে মনে হয়েছিল এটা কি কারো নজরে পড়েনা। ধন্যবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদের।”
নরসিংদী সদর উপজেলার এলজিআরডির উপসহকারি প্রকৌশলী ইকবাল পাঠান বলেন “মহতী উদ্যোগ, সবার জন্য শুভ কামনা”