ওমর ফারুক

নরসিংদী রাইজিংয়ের অংশ হিসেবে জাতীয় নাগরিক কমিটি, নরসিংদী জেলার মতবিনিময় সভা শনিবার সন্ধ্যায় নরসিংদীর অরবিট রেস্টুরেন্টে কুরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয়।

পলাশ উপজেলা প্রতিনিধি সাইদুল ইসলামের রাকিবের সঞ্চালনায় এডভোকেট শিরিন আক্তার শেলির সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক সারওয়ার তুষার বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে ফ্যাসিস্ট রাজনৈতিক বন্দোবস্ত পরিবর্তন করে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন।

আমরা নতুন সংবিধান প্রণয়ন ও গণপরিষদ নির্বাচনের জন্য মাঠ পর্যায়ে কাজ করতে চাই। এবারের গণঅভ্যুত্থান বাংলাদেশের জন্য যে ঐতিহাসিক সুযোগ নিয়ে আসছে তা হাতছাড়া করা যাবে না।

বিশেষ অতিথির বক্তব্যে জানাকের কার্যনির্বাহী কমিটির সদস্য আলাউদ্দীন মোহাম্মদ দেশকে জুলাই গণহত্যার বিচার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার, চাঁদাবাজি, মাদক, দুর্নীতি ও সকল প্রকার বৈষম্য দূরীকরণে ঐক্যবদ্ধ থাকতে সকলকে আহবান জানান।

জানাক সুপ্রিম কোর্ট উইংয়ের অন্যতম সদস্য এডভোকেট আব্দুল আলিম গণহত্যার সাথে জড়িত ব্যক্তিদের বিচার অগ্রাধিকার ভিত্তিতে করতে সরকারের প্রতি আহবান জানান। সভায় জানাকের নরসিংদী সংগঠক আওলাদ হোসেন জনি বলেন, বাহাত্তরের কর্তৃত্ববাদী শাসন কাঠামো বাতিল না করে কোন সংস্কারই টেকসই হবে না।

জেলা সংগঠক ওমর ফারুক খান বলেন, জাতীয় নাগরিক কমিটি মা, মাটি ও মানুষের মুক্তির কথা বলছে দেশজুড়ে। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ প্রমুখ। এতে নরসিংদীর বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকগণ উপস্থিত ছিলেন।