আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রভিত্তিক গুগল ম্যাপে ‘গালফ অব মেক্সিকোর’ নাম পাল্টে প্রদর্শিত হচ্ছে গালফ অব আমেরিকা তথা আমেরিকা উপসাগর। এমনটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশের ফলে এসেছে, যেখানে ওই জলাশয়টির নাম পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশের পর এই জলসীমার নাম পরিবর্তন করা হয়েছে। এর আগে গুগলের পক্ষ থেকে জানানো হয়েছিল, সরকারিভাবে কোনো স্থানের নাম পরিবর্তন হলে গুগলও তা পরিমার্জন করে নেয়।
সোমবার মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনও ভৌগোলিক নাম পরিবর্তনের বিষয়ে একটি আদেশ জারি করে।
এর আগে গুগল এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য এই জলসীমার নাম ‘গালফ অব আমেরিকা’ হিসেবে দেখবে এবং মেক্সিকোর ব্যবহারকারীরা ‘গালফ অব মেক্সিকো’ হিসেবে দেখবে। তবে বাকি সবাই উভয় নামেই দেখবে।

