ওমর ফারুক

সামাজিক শৃঙ্খলাবোধ, সম্প্রীতি বজায় ও অবহেলিত জনগোষ্ঠীর পাশে থাকার প্রত্যয়ে আর্থিক, সামাজিক সহযোগিতার জন্য স্বপ্নবাজ তরুণদের নিয়ে গত পাচঁ বছর আগে যাত্রা শুরু হয় স্বপ্নতরী সমাজকল্যাণ সংস্থা নামক অরাজনৈতিক সামাজিক সংগঠনের।

অতিথিকে বরণ করছে স্বপ্নতরী সমাজকল্যাণ সংস্থা এর সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জনি ও আলি ইমরান

স্বপ্নতরী সমাজকল্যাণ সংস্থার ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সেই সাথে মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

২৪ ফেব্রুয়ারি সোমবার সারাদিন নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নে সংগঠনের ব্যানারে টেনিস বল নিক্ষেপ, বিস্কুট দৌড়, মোরগ লড়াই, সাঁতার কাটা, দীর্ঘ লাফ,গোলক নিক্ষেপ, রশি নিক্ষেপ, সতীনের ছেলে রাখেনা কেউ কোলে, জলডাঙ্গা, কলাগাছে উঠে নিশান জয়, চোখ বেধেঁ হাসঁ ধরাসহ নানা ধরণের রসাত্মক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনটি।প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয় বিজয়ীদের মাঝে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে।

শিলমান্দী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিনা আক্তার

এছাড়াও সামনে পবিত্র রমজান মাস উপলক্ষে দুস্ত-অসহায় ও নিন্মায়ী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জজকোর্ট এর আইনজীবী মো. আলমগীর হোসেন, তাহেরা আসমত উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মাওলানা আব্দুল বাতেন, সভাপতিত্ব করেন শিবপুর শহিদ আসাদ কলেজের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল হোসেন সরকার ও শিলমান্দী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিনা আক্তার।


উক্ত অনুষ্ঠানে অন্যান্য অতিথির সাথে উপস্থিত ছিলেন বাগহাটা নুর আফতাব আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান, আইডিয়াল কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. ফারুকুল ইসলাম, শিলমান্দী তাহেরা আসমত উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, মেহেরপাড়ার সমাজ সেবক রফিকুল ইসলাম, মো. জাওয়াত হোসেন প্রভাতসহ সংগঠনের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অতিথিদের সাথে স্বপ্নতরী সমাজকল্যাণ সংস্থা এর প্রতিনিধিগণ


সার্বিকভাবে ক্রীড়া প্রতিযোগিতা ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের কার্যক্রম পরিচালনায় ছিল স্বপ্নতরী সমাজকল্যাণ সংস্থার প্রতিনিধিগণ।