শাহীনুর আক্তার
বেলাব (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর বেলাবতে স্বামী পরিত্যক্ত গার্মেন্ট  কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে বেলাবো থানা পুলিশ। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আমলাব ইউনিয়নের পাহাড় উজিলাবো এলাকার মৃত সবুজ মিয়ার মেয়ে স্বামী পরিত্যক্তা  এক পুত্র ও কন্যা সন্তান নিয়ে নরসিংদীর বড়ইতলা নামক এলাকায় ভাড়া বাসায় থেকে একটি গার্মেন্টসে চাকরি করেন। সেখান থেকেই মোবাইল পরিচয় হয় বেলাবো  উপজেলার দক্ষিণ বটেশ্বর এলাকার শহিদ উল্লাহর ছেলে শাহজাহান (৩৫) এর সাথে।

শাজাহান ঐ মহিলাকে গত শুক্রবার সন্ধ্যায় বারৈচা বাসস্ট্যান্ডে নিয়ে আসে। সন্ধ্যা ৭.৩০টায় বারৈচা একটি এনজিও অফিসের একটি কক্ষে ঘরে নিয়ে শহিদুল্লার ছেলে শাজাহান ও বেলাব মাটিয়াল পাড়া নুরুল ইসলামের ছেলে এনজিওর কর্মচারী  দেলোয়ার হোসেন রাজু মিলে পালাক্রমে  ঐ নারীকে ধর্ষণ করে।ঘটনার একদিন পর (১৬ মার্চ)রবিবার  বেলাবো থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ধর্ষণের শিকার ওই নারী।

অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক দেলোয়ার হোসেন রাজু কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে বেলাবো থানা পুলিশ।  অপর অভিযুক্ত শাহজাহানের ব্যবসা প্রতিষ্ঠানসহ তার বাড়িতে গিয়েও তার কোন খোঁজ পাওয়া যায় নি পাশাপাশি তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে । বেলাবো  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান  অভিযোগ স্বীকার করে বলেন, অবিযোগের ভিত্তিতে  নারী ও শিশু নির্যাতন ধমন  আইন ২০০৩ সংশোধনী ২০২০ এর ৯ এর( ৩) মামলা হয়েছে। মামলা নং -১৩/- তারিখ ১৬/৩/২০২৫ ইং।অভিযুক্ত দেলোয়ার হোসেন রাজুকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।