ওমর ফারুক

রহমত, বরকত ও মাগফিরাতের মাস পবিত্র রমজান। এই মাস পুরোটাই ধরিত্রীর জন্য বয়ে আনে কল্যাণ।  সিয়াম সাধনার এই মাসে মুসলিমরা বিশ্বাস করে ইফতার ও সাহরিতে রয়েছে সমূহ কল্যাণ।কল্যাণের এই মাসে ঘটা করে আদায় করা হয় ইফতার; আয়োজন করা হয় দোয়া মাহফিল। দিন শেষে সন্ধ্যায় অনেকেই একত্রিত হয়ে করে এই মহিমান্বিত আয়োজন।


নরসিংদীতে বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সাথে ছাত্র জমিয়তের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে নরসিংদী হলি ডে রেস্টুরেন্টে ১৫ রমজান ১৬ মার্চ রোববার জেলা সভাপতি বায়েজিদ আহমেদ সিরাজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা সভাপতি মুফতি আবদুর রহিম কাসেমি।


অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধি, জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শাহ জালাল, ইসলামি ছাত্র আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি নূরে আলম সিদ্দিকী, যুব জমিয়ত নরসিংদী জেলা সভাপতি হাফেজ মাও. আব্দুর রহমান, শহিদ জিয়া পরিষদ নরসিংদী জেলার সভাপতি শামিম রানা, খেলাফত ছাত্র মজলিসের সহ সভাপতি মাহমুদুল হাসান সিরাজ, স্বেচ্ছায় রক্ত দান সংগঠন এর সভাপতি খন্দকার সানি প্রমুখ।

এসময় উপস্থিত বক্তাগণ ইফতার মাহফিলে তাদের বক্তব্যে ফ্যাসিবাদের পতনে একতা এবং পরবর্তী দেশ গঠনে সবার মাঝে সুসম্পর্ক বজায় রেখে এক সাথে কাজ করতে সকল ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।