নিউজ ডেস্ক

নরসিংদী শহরস্থ নরসিংদী ক্লাব লিমিটেডে বিকাল ৩টা থেকে শুরু হয় ব্যবসায়ীদের সংগঠন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর ইফতার মাহফিল।

যেখানে উপস্থিত ছিলো নরসিংদী জেলার সকল বাজার ব্যবসায়ীদের বণিক সমিতি এবং উপস্থিত ছিলো নরসিংদী জেলার সকল রাজনৈতিক দলের প্রতিনিধি ও সমাজসেবী সু-শীল সমাজের প্রতিনিধিগণ ।

নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর ইফতার মাহফিলে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাশেদ হোসেন চৌধুরী ও নরসিংদী জেলা পুলিশ সুপার জনাব আব্দুল হান্নান উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট সিআইপি রাশেদুল হাসান রিন্টু।

তিনি বলেন নরসিংদী জেলা বাংলাদেশের মানচিত্রে একটি সমৃদ্ধ জেলা হিসাবে বিবেচনা করা হয়। প্রচ্যের ম্যানচেস্টার খ্যাত বাবুরহাট আমাদের জেলায় অবস্থিত। শিল্প আর কলকারখানা সমৃদ্ধ এ জেলায় আমরা যারা ব্যবসায়ী আছি চলুন আমরা আমাদের নিজ শ্রমিকদের বেতন-বকেয়া ঈদের পূর্বেই পূর্ণ পরিশোধ করি। আমাদের জেলা নরসিংদী কে আমরা সকলে মিলে সুন্দর করে গড়বো। সবার সুখ ও সমৃদ্ধি কামনা করছি।