মোস্তাফিজার রহমান
ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নে উম্মুক্ত বাজেট উপস্থাপনা এবং অংশীদারদের পরামর্শ গ্রহণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহঃপতিবার (২৯ মে) বিকেলে উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশীপুর উচ্চ বিদ্যালয় মাঠে, আলোকিত কাশিপুর যুব সংগঠনের সভাপতি আনিসুর রহমানের সঞ্চালনায় কাশিপুর ইউনিয়ন চেয়ারম্যান মনিরুজ্জামান মানিকের সভাপতিত্বে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর চলমান “সুপ্রিম এশিয়া” প্রকল্পের সহায়তায়, কাশিপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রনীত বাজেটের উপর উম্মুক্ত বাজেট উপস্থাপনা এবং অংশীদারদের পরামর্শ গ্রহণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

২০২৫-২৬ অর্থ বছরে উন্মুক্ত বাজেটে মোট বরাদ্দ ৪,৪৮,৫৪,৭৫০, রাজস্ব আয় ৩৭,২২,৭৫০,রাজস্ব ব্যয় ৩৬,৪৫,০০০,এবং উদ্বৃত্ত ৭৭,৭৫০ দেখানো হয়েছে। সভায় অংশীদারদের পরামর্শ গ্রহনের লক্ষ্যে উম্মুক্ত বাজেট উপস্থাপন করেন কাশিপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম। সভায় ইসলামিক রিলিফ বাংলাদেশ এর পক্ষ হতে বাজেট আলোচনায় বাজেট প্রনয়নের বিভিন্ন দিক তুলে ধরে প্রণিত/সংশোধিত বাজেট বাস্তবায়নে সকলের সহযোগীতার বিষয়টি উপস্থাপন করেন এবং বাজেটে গৃহীত কর্মকান্ড সমুহ অংশীদারিত্বের ভিত্তিত্বে বাস্তবায়ন হলে তা টেকসই হবে।

এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মেহের জামাল সিদ্দিকী, জোবায়দুল ইসলাম, বাবর আলী, ওবায়দুল ইসলাম, মহসানা বেগম, শেলিনা বেগম, ইসলামিক রিলিফ বাংলাদেশ,ফুলবাড়ী ফিল্ড অফিস এর প্রজেক্ট অফিসার ( ডিআরআরওসিসিএ) আরসাদ আনিছুর রহমান,সহঃ

প্রজেক্ট অফিসার নুরুল ইসলাম সরকার সহ আরো অনেক। 

উম্মুক্ত বাজেট আলোচনায় স্থানীয় যুব প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, শিক্ষক সমাজের প্রতিনিধি, মাঠ পর্যায়ে কর্মরত সরকারের বিভিন্ন দপ্তরের ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেনী ও পেশার লোকজন অংশগ্রহন করেন এবং তাদের মতামত প্রদান করেন। মতামত প্রদানে জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা সমুহ ও পরিবেশগত বিপর্যয়ের বিষয়গুলো বিশেষভাবে উঠে আসে। পাশাপাশি, বাজেটে-নারী বান্ধব, প্রতিবন্ধি ও বয়স্কদের সুবিধার বিষয়গুলো বিবেচনায় নেয়ার জন্য গুরুত্বারোপ করা হয়, যা সকলের দৃষ্টি আকর্ষন করে এবং ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটে সংযুক্ত করা হয়। 

সবশেষে সভার সভাপতি বাজেট বিষয়ক, উম্মুক্ত বাজেট উপস্থাপন এবং অংশীদারদের পরামর্শ গ্রহণ সভায় সকলের আন্তরিকতা ও উপস্থিতির জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তিনি সরকারি ও বেসরকারি ভাবে বাজেট বরাদ্দ সাপেক্ষে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর চলমান “সুপ্রিম এশিয়া” প্রকল্পের সহায়তায় প্রস্তুতকৃত এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তর হতে অনুমোদিত সিআরএ-তে উল্লেখিত কার্যক্রম সমুহ অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে বরে জানান তিনি।