বিজয় কর রতন
কিশোরগঞ্জের মিঠামইনে ১০ বছরের ১ শিশুকে ধর্ষণ করার অভিযোগে অবশেষে মিঠামইন থানায় আজ শিশুটির বাবা সোহরাব মিয়া বাদী হয়ে মিঠামইন থানায় মামলা দায়ের করছেন।
গত রবিবার দুপুর ২ টা সময় উপজেলার গোপদিঘী ইউনিয়নের গোপদিঘী বাজারে এক হোটেলে এ ঘটনা ঘটে। শিশু টি বর্তমানে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
মামলার বাদী শিশুটির পিতা সোহরাব মিয়া জানান, তার মেয়ে উওর গোপদিঘী সরকার প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাএী।স্কুল ছুটির পর সে সিংগারা কেনার জন্য তার মায়ের কাছ থেকে ৬০ টাকা নিয়ে যায়। সে টাকা নিয়ে জলিলের দোকানে যায়। জলিল তখন তাকে সিংগারা দেওয়ার কথা বলে দোকানের ভিতরে নিয়ে যায় সে তখন শার্টার বন্ধ করে জোর পূর্বক ধর্ষণ করে। তার চিৎকারে লোকজন চলে আসলে জলিল পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।অভিযুক্ত দোকানি জলিল ৩ সন্তানের জনক। তিনি একই ইউনিয়নের শরালিয়া হাটির খুরশিদ মিয়ার ছেলে। এ ঘটনার প্রতিবাদে বিচারের দাবিতে রবিও আজ সোমবার গোপদিঘী বাজারে ধর্ষণের বিচার চেয়ে স্থানীয়রা মিছিল বাহির করে। জলিল বর্তমানে পলাতক রয়েছে।
মিঠামইন থানার ওসি আলমগীর কবির জানান, “শিশুটির অবস্থা খারাপ, কিশোরগঞ্জে চিকিৎসাধীন রয়েছে”। মামলা নেওয়া হয়েছে, আসামি গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।

