বিজয় কর রতন
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের ইটনায় রাস্তা থেকে রতন মিয়া (১৯) নামের এক যুবকের লাশ উদ্ধার। নিহত যুবক সদরের পাথার হাটি গ্রামের মোহাম্মদ আলী মিয়ার ছেলে। ইটনা থানার ওসি জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান নিহত যুবক দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।

গত রাত থেকে নিখোঁজ ছিল পরিবারের লোকজন অনেক খুজাখুজি করে আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে উপজেলা পরিষদের দেয়াল ঘেঁষা পশ্চিম দিকের রাস্তায় মৃত অবস্থায় দেখতে পেয়ে আমাদের কে খবর দেয়। আমরা নিহতের লাশ উদ্ধার করেছি। লাশের শরীরে অস্বাভাবিক কোন দাগ বা চিহ্ন দেখা যায় নাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাস্তার পাশে ভাসমান পানিতে পড়ে তার মৃত্যু হতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।