বিজয় কর রতন
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের মালিউন গ্রামের শামীম (২২) নামে এক যুবক সোমবার রাতে ভৈরব রেলওয়ে স্টেশন থেকে একটি পিস্তল ও ম্যাগজিন সহ রেলওয়ে নিরাপত্তা পুলিশের হাতে গ্রেফতার হয়।সে ঘাগড়া ইউনিয়নের মালিউন ঘাংকুল হাটির আবদুল আজিজের পুএ। সে ঢাকায় ডালাই এর কাজ করতো।
ভৈরব জি,আর,পি থানার ইনচার্জ হাসান মাসুদ জানান, ঘটনার রাতে অনুমান ৮ :৩০ মিনিটে সময় ঢাকা থেকে কিশোরগঞ্জ গামী এগারোসিন্দুর ট্রেনটি ভৈরব স্টেশনে দাড়ানো ছিল।এসময় এই যুবক কে ঘুরাফেরা করতে দেখে জি,আর,পুলিশের সন্দেহ হলে চৌকিতে নিয়ে জিজ্ঞেসাবাদের পর তাকে তল্লাশি চালিয়ে তার নিকট থেকে লাল কসটেপ দেওয়া একটি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করে।
তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রস্তুতি চলছে।প্রাথমিক জিজ্ঞেসা বাদে শামীম নামে ২২ বছরের যুবক পুলিশকে জানায়, তার বাড়ি মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নে। সে ঢাকা থেকে বাড়ি আসার জন্য তার কাছে কোনো টাকা নেই।
সে মাদক সেবন করতে করতে রেললাইন দিয়ে হেটে কমলাপুর আসার সময় রাস্তায় লাল টেপ দিয়ে মোড়ানো পিস্তল ও ম্যাগজিন পড়ে থাকতে দেখে।পড়ে সে এটা তুলে কোমড়ে গুজে নিয়ে আসে।

