
আহসানুল হক নয়ন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ভারত সীমান্তবর্তী এলাকার এক বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে তিন আপন ভাই-বোনসহ পাঁচজন গ্রেপ্তার হয়েছে। এ সময় ওই বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন ধরণের মাদক, ৩২ টি মোবাইল ফোন সেটসহ নগদ টাকা উদ্ধার করা হয়। অভিযানের সময় যৌথ বাহিনীর উপর হামলার চেষ্টা করা হয় বলেও অভিযোগ উঠে।
গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার সেনারবাদী গ্রামের জাহের মিয়ার ছেলে মোর্শেদ মিয়া, ইদন মিয়া, মেয়ে আইমন আক্তার, ওই বাড়ির ফারুক মিয়ার ছেলে জনি মিয়া ও কালু মিয়ার স্ত্রী স্বপ্না বেগম। এ সময় কালু মিয়া পালিয়ে যান বলে অভিযান সূত্র জানিয়েছে। উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযানে অংশ নেন।
অভিযানে নেতৃত্ব দেওয়া আখাউড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন জানান, বিকেলে মোগড়া ইউনিয়নের সীমান্তবর্তী সেনারবাদী গ্রামের একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সাড়ে তিন হাজার পিস ইয়াবা, ৬০০ পিস ট্যাপানডল, ৩২ পিস মোবাইল ফোন সেট, দু’টি ল্যাপটপ উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির ২১ হাজার টাকাও উদ্ধার করা হয়। তিনি আরো জানান, অভিযান চলাকালে হামলার চেষ্টা করা হলে তা প্রতিহত করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথক মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। পালিয়ে যাওয়া কালু মিয়াকেও ওইসব মামলায় আসামী করা হবে। মাদক নির্মূলে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

