ওমর ফারুক
বার্তা সম্পাদক

নরসিংদী রায়পুরায় সেরাজনগর এম এ পাইলট উচ্চ বিদ্যালয় এক্সসাস এর নবনির্মিত ভবন শুভ উদ্বোধন ও এক্সসাসের    অভিষেক, শিক্ষার্থীদের সংবর্ধনা ও মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের  নবনির্বাচিত কমিটির উদ্যোগে ব্যাপক প্রস্তুতি নিয়ে বর্ণিল সাজে প্রাক্তণ শিক্ষার্থীদের মিলন মেলায় দেশ-বিদেশে অবস্থানরত এবং বিভিন্ন পেশায় নিয়োজিত মেহমানের আগমনে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠান।


শনিবার ২৩ আগস্ট বিকালে রায়পুরা অডিটরিয়ামে  সেরাজনগর এম এ পাইলট উচ্চ বিদ্যালয়ের এক্স-স্টুডেন্টস এসোসিয়েশন এর সভাপতি এবং বিইউপি, এনডিইউ, এনডিমি, এফএমব্লিউডি, পিএমমি, জিডিপি) এয়ার কমডোর (অব.) মো. খালিদ হোসেন এর সভাপতিত্বে ও এক্সসাসের সাধারণ সম্পাদক সোলাইমান মিয়া ও সহ-সভাপতি কাজী আসাদুর রহমান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপি আরসি) চেয়ারম্যান (সিনিয়র সচিব) এবং এক্সসাস এর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, জেলা শিক্ষা অফিসার এস এম আব্দুল খালেক, বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জি. আশরাফ উদ্দিন বকুল, রায়পুরা সরকারি কলেজের অধ্যক্ষ শ্রীমতি সন্ধ্যা বালা দাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, এক্সসাসের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা প:প: স্বাস্থ্য কর্মকর্তা খান মোহাম্মদ জাহাঙ্গীর নূর উদ্দিন, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও  এক্সসাসের সহ-সভাপতি নাজমুল হক ভূঁইয়া মোহন, রায়পুরা প্রেসক্লাব সভাপতি ও এক্সসাসের সহ সভাপতি ইঞ্জি. ফরিদ উদ্দিন, হাবিবুর রহমান হাবিব, রফিকুল ইসলাম পুলু, আশরাফুল ইসলাম চঞ্চল, সাইফুল ইসলাম পলাশ, আলফাজ উদ্দিন মিঠু, নূর আহমদ চৌধুরি মানিক,সাইফুল আহমেদ সোহেল, রায়পুরা কলেজ সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু প্রমূখ। অনুষ্ঠানে চলতি ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ জন মেধাবী হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে দেশবরেণ্য শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।