বিজয় কর রতন
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের ইটনায় সদর ইউনিয়নের ধনু নদীর মিরাকান্দি গ্রামের সামনে ভাসমান পানিতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ শুক্রবার দুপুর ২টার দিকে ধনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিখিল চন্দ্র দাস অজ্ঞাত এ লাশ উদ্ধার করেন।

তিনি জানান লাশের আনুমানিক বয়স ৪৫ হবে। গায়ে কোন জামা-কাপড় নেই। লাশটা কয়েক দিন আগের হতে পারে। অনেকটা পচন ধরেছে। আজ আমি স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। খুঁজ খবর নিয়ে পরবর্তী আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে গতকাল বৃহস্পতিবার মাছ ধরতে গিয়ে নদীতে দুই ভাই নিখোঁজ হয় । এদের মধ্যে ধীরেন্দ্র ঘোষ (৬৫) ও বীরেন্দ্র ঘোষ (৪৫) নিখোঁজ হন। তাদের বাড়ি ইটনা উপজেলার সহিলা ঘোষপাড়া গ্ৰামে। তারা হলেন ঘোষপাড়া গ্ৰামের মৃত রাজেন্দ্র ঘোষের ছেলে। এদের মধ্যে ২০ ঘন্টা পর বীরেন্দ্র ঘোষের লাশ উদ্ধার করা হলেও তার ভাই ধীরেন্দ্রের লাশ এখনো পাওয়া যায়নি।ইটনা থানার ওসি মোঃ জাফর ইকবাল নিখোঁজ ১ টি ও ১ টি অজ্ঞাতনামা লাশের বিষয়টি নিশ্চিত করেছেন।