বিজয় কর রতন
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি

মিটামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের লাউকুরা গ্ৰামের কামাল মিয়া (৪৫) কে শুক্রবার রাত ২:৩০ মিনিটে গ্ৰেফতার করে মিটামইন থানা পুলিশ। গ্ৰেফতারকৃত কামাল মিটামইন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক। তার বিরুদ্ধে ৫ এ আগষ্টে মিটামইন উপজেলা বিএনপির অফিস ভাংচুর সহ নিজ এলাকায় লুটপাটের অভিযোগে মিটামইন থানায় পৃথক ২ টি মামলা দায়ের হয় ।

প্রথম মামলার বাদী লোকমান হোসেন মামলা নং ২(৯ )২৪ ইং অপরটি বাদী আলি রাজা মামলা নং ৫ (২৫) । কামালের গ্ৰেফতারের বিষয়টি মিটামইন থানার ওসি আলমগীর কবির নিশ্চিত করেছেন। আজ শুক্রবার তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

এলাকা বাসী জানান, কামালের বিরুদ্ধে বিগত সরকারের আমলে নানান অপকর্ম সহ মাদক ব্যবসার অভিযোগে রয়েছে। সে ওই এলাকার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতো। হেমন্তগঞ্জ বাজারে দোকান দখল করার অভিযোগ রয়েছে। গ্রাম্য শালিসানদের নাম করে মানুষের নিকট থেকে অর্থ আদায় করতেন। কাশেম কেওয়ারজোড় ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তিনি ও আগষ্টের মামলার আসামি তিনিও পলাতক রয়েছেন।

কামাল কাশেমের ছোট ভাই সে ভাইয়ের দাপটে এসকল অপকর্ম করে যেতো বলে সজিব নামক একজন গ্ৰামবাসী জানান। বিগত সময়ে তার বিরুদ্ধে কেহ মুখ খুলতে সাহস পায়নি।তার বাবা ইদ্রিস মিয়া কেওয়ারজোড় ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি ও ১৬ বছর দলীয় প্রভাব খাটিয়ে মানুষকে হয়রানি করছেন। কেওয়ারজোড় ইউনিয়নের চেয়ারম্যান বর্তমানে পলাতক অবস্থায় বিদেশে পাড়ি জমিয়েছেন। প্রশাসক দিয়ে কোন রকম পরিষদের কাজ চলছে। কামাল গ্ৰেফতার হওয়ার পর এলাকায় স্বস্তি নিঃশ্বাস ফেলছে মানুষ।