নিউজ ডেস্ক
ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকেল ৫টায় ভেলানগর বাজারস্থ গণ অধিকার পরিষদ নরসিংদী জেলা কার্যালয় থেকে এ মিছিল শুরু হয়।
মিছিলটি মহাসড়ক বয়ে জেলাখানা মোড়ে গিয়ে মহাসড়ক অবরোধ করে সড়কের মাঝে বসে পড়ে প্রতিবাদকারীরা। এতে মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নরসিংদী জেলা ছাত্র অধিকার পরিষদ এর সভাপতি শাহজামান বাপ্পি, সাধারণ সম্পাদক রবিন আহমেদ, শ্রমিক অধিকার পরিষদ এর সভাপতি জনি ভুইয়া, যুব অধিকার পরিষদ এর সভাপতি কাজি ইমরান, রায়পুরা উপজেলার সভাপতি মনিরুজ্জামান মানিক। জেলা গণ অধিকার পরিষদ নরসিংদী জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক স্বপন মাহমুদ, সাধারণ সম্পাদক এরশাদুল্লাহ, সভাপতি নান্নু মিয়া প্রমূখ।

বিক্ষোভ মিছিলে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, ভিপি নুরুলহক নুর কোটা সংস্কার আন্দোলন হতেই রাজপথের লড়াকু সৈনিক। তিনি রাজপথে লড়াই করে ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিশ্চিত করেছেন। ২০১৮ সাল হতেই তিনি গণমানুষের অধিকারের জন্য লড়াই করে আসছেন। ২৪ এর গণঅভ্যুত্থানে তার অবদান অনস্বীকার্য; অথচ তিনিই দোসর এবং প্রশাসনের চিহ্নিত “মব” দ্বারা নির্যাতনের শিকার হয়েছে।
অবস্থা আশংকাজনক; জিএম কাদের ও জাপা স্বৈরাচারের দোসর এটা নিশ্চিত হওয়া সত্ত্বেও তাদের রক্ষা করতে ওয়াকার মরিয়া হয়ে উঠেছে। নুরুল হক নুর এর উপর আক্রমণ ২৪ এর গণঅভ্যুত্থান ভূলুণ্ঠিত হওয়ার মতই। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বহিস্কার চাই। তাদেরকে আসনে রেখে কখনো সংস্কার সম্ভব নয়।

