আব্দুল হামিদ
নীলফামারীর জেলার ডিমলা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ। (২৭-সেপ্টে/২৫) দিবাগত রাতে বাবুরহাট ও দক্ষিণ তিতপাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযান চালিয়ে তাদের স্ব-স্ব বাড়ি থেকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ডিমলা সদর ইউনিয়নের বাবুরহাট গ্রামের খলিলুর রহমান (অটো চালক) এর ছেলে আরিফুর রহমান ডালিম ও তহিদুল ইমলামের ছেলে আবুল হাসান সাগর।
জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে আরিফুর রহমান ডালিমের বিরুদ্ধে যাহার মামলা নং-২৬, তাং ২৮/০৯/২০২৪ এবং আবুল হাসান সাগরের বিরুদ্ধে মামলা নং-১১, তাং ০ ৯/১০/২০২৪ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা চলমান ।
স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফুর রহমান ডালিম ডিমলা সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। তিনি শেখ রাসেল স্মৃতি সংসদ ডিমলা উপজেলার সাবেক সভাপতি ও পরবর্তীতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বঙ্গবন্ধুর স্মৃতি সংসদ ডিমলা উপজেলার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে অাছিলেন।
অপরদিকে, গ্রেফতারকৃত আবুল হাসান সাগর একজন সক্রিয় ছাত্রলীগ কর্মী হিসেবে এলাকায় বিশেষ পরিচিত ছিলেন।
এ ব্যাপারে ওসি ফজলে এলাহী বলেন, “সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় এই গ্রেফতার দেখানো হয়েছে।।

