মোস্তাফিজার রহমান
ফুলবাড়ীতে উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার ২৮ সেপ্টেম্বর কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহনুমা তারান্নুম- এর সভাপতিত্বে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তব্য রাখেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) শওকত আলী সরকার,সুবেদার সাইফুর রহমান,কাশিপুর বিজিবি নায়েক সুবেদার রফিক,ফায়ার সার্ভিস স্টেশনের প্রতিনিধি মনজুর আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান হোসেন, ফুলবাড়ী জছি মিঞা মডের সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী,কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক,ফুলবাড়ী সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি এইচ এম বাবুল সহ আরো অনেক।
আরো উপস্থিত ছিলেন,উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান,উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি মাওঃ মোঃ আব্দুর রহমান, এনসিপি-র ফুলবাড়ী উপজেলার প্রধান সমন্বয়কারী নাজমুল ফেরদৌস, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলম,উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া মিঞা,সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর,প্রেসক্লাব ফুলবাড়ী সাধারণ সম্পাদক শাহীনুর রহমান শাহীন, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ আরো অনেক।
আলোচনা সভায় শারদীয় দুর্গাপূজার উৎসব সুশৃংখলভাবে সম্পূর্ণ হয়, সেই বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী সহ সকলের প্রতি আহ্বান রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

