সম্পাদক
মোঃ মোবারক হোসেন, স্টাফ রিপোর্টার:
মনোহরদী উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । শনিবার (১৪ জানুয়ারী) বেলা সাড়ে ১২ টায় উপজেলা অডিটোরিয়ামে মনোহরদী উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মনোহরদী উপজেলা কৃষকলীগের আহবায়ক মোঃ রমজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কবুতর উড়িয়ে ও পতাকা উত্তোলন করে সম্মেলনের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী নরসিংদী-৪ ( মনোহরদী-বেলাব) আসনের সাংসদ এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। এসময় প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার কৃষিকে আধুনিকায়ন করেছে।
সরকার কৃষককে বীজ ও যন্ত্রপাতি দিয়ে সহযোগীতা করায় কৃষিতে এখন বিপ্লব হয়েছে। আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি।যত দুর্ভিক্ষই পৃথিবীতে থাকুক না কেন, যদি আমরা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে খাদ্য উৎপাদন করতে পারি কোন আন্দোলন কোন চক্রান্ত আওয়ামীলীগ তথা এ দেশের জনগণকে বেকায়দায় ফেলতে পারবে না। সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কৃষকলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম রিপন। এসময় আরোও উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মুঃ ফজলুল হক, সাধারণ সম্পাদক বাবু প্রিয়াশীষ রায়,বাংলাদেশ কৃষকলীগের কার্যকরী সদস্য তাহমিনা তাহেরীন মুমু,মনোহরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লায়ন ইন্জিনিয়ার এম এস ইকবাল আহমেদ, জেলা পরিষদ সদস্য একে এম জহিরুল হক জহির, জেলা পরিষদ সদস্য ইশরাত জাহান তামান্না, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী, জেলা ও উপজেলা আওয়ামীলীগ, কৃষকলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে রমজান আলীকে সভাপতি ও খায়রুল আমিন তারেককে সাধারণ সম্পাদক করে কৃষকলীগের কমিটি ঘোষণা করা হয়।

