সম্পাদক
মোঃ মোবারক হোসেন, স্টাফ রিপোর্টার:
করোনা মহামারী দূর্যোগেও শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্য বিভাগ তার সাফল্য দেখিয়েছে। শনিবার (১৪ জানুয়ারী) সকাল ১১টায় নরসিংদীর মনোহরদী উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স এর পূণঃনির্মিত ৩ তলা মূল ভবন এর শুভ উদ্বোধন করা হয়েছে। মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদুল হাসান মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও কেক কেটে শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সাংসদ এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। এসময় প্রধান অতিথি বলেন্ করোনা মহামারী দূর্যোগের সময় শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্য বিভাগ সাফল্য দেখিয়েছে। যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে।
এখনো আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। ভবিষ্যতে এটিকে ছয়তলায় রুপান্তরিত করা হবে। হাসপাতাল যাতে শৃঙ্খলার মধ্যে থাকে, পরিস্কার পরিচ্ছন্নতা থাকে,এবং গার্ডেন করে সৌন্দর্য বৃদ্ধি করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। যাতে করে এটিকে প্রথম শ্রেণী হাসপাতালে রুপান্তর করা যায় সেই চেষ্টা করতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সিভিল সার্জন ডাঃ নুরুল ইসলাম, রাজবাড়ী জেলা সিভিল সার্জন ডাঃ ইব্রাহিম টিটন, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু প্রিয়াশীষ রায়, মনোহরদী উপজেলা ভাইস চেয়ারম্যান লায়ন ইঞ্জিনিয়ার এম এস ইকবাল আহমেদ, জেলা পরিষদ সদস্য একে এম জহিরুল হক জহির, জেলা পরিষদ সদস্য ইশরাত জাহান তামান্না, মনোহরদী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী, মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান্ মনোহরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফরিদ উদ্দিন প্রমূখ। এসময় আরোও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারীগণ, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

