ওমর ফারুক
স্টাফ রিপোর্টারঃ
ভোলার চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচা থানার অন্তর্ভুক্ত বিচ্ছিন্ন দ্বীপ কুকরি মুকরিতে অগ্নিকান্ডে মোঃ রিয়াজ নামের এক দিনমজুরের ঘর পুড়ে ছাই হয়েছে। রোববার (১৫ জানুয়ারী) উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ কুকরি মুকরি ইউনিয়নের নবীনগর গ্রামের ০৩নং ওয়ার্ডে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বিদ্যুৎ থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে ধারণা এলাকাবাসীর।
গ্রাম পুলিশ মোঃ সাইফুল ইসলাম মুন্সী জানান, ঘর মালিক মোঃ রিয়াজ দিনমুজুরি কাজ করেন। রিয়াজ পটুয়াখালী জেলার কালাইয়া উপজেলায় রয়েছেন। শুক্রবার রিয়াজের স্ত্রী খাদিজা বেগম তার দুই সন্তান নিয়ে কুকরি মুকরি ৭নং ওয়ার্ডে বাবার বাড়ীতে বেড়াতে যায়। ঘরে একটি বৈদ্যুতিক বাল্প ও একটি সিলিং ফ্যানের সুইজ বন্ধ না করে চলে যায় বাবার বাড়ীতে।
গতকাল রোববার বেলা ১১টার দিকে এলাকাবাসী রিয়াজের বসত ঘরে আগুন দেখে বিদ্যুৎ অফিসে খবর জানালে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়। দ্বীপটিতে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষনে পুরো ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। টানা তিনদিন সিলিং ফ্যান চলতে থাকায় কয়েল থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

