বিজয় কর রতন
মনোনয়নপত্র জমা দিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান। ২৮ ডিসেম্বর (রবিবার) সকাল ১২ টায় ইটনা উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম এর কাছে মনোনয়নপত্র জমা দেন।
তখন উপস্থিত ছিলেন এডভোকেট ফজলুর রহমানের সহধর্মিণী এডভোকেট উম্মে কুলসুম রেখা, কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আমিনুল ইসলাম রতন, উপজেলা বিএনপির সভাপতি এস এম কালাম হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহ-সভাপতি মো. মনির উদ্দিন, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক পলাশ রহমান, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক সুমেশ ঘোষ।
একই দিনে দুপুর ২ টা ৩০ মিনিটে মিঠামইন উপজেলা নিবার্হী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ বিন শফিক এর নিকট মনোনয়ন পত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন, সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট ফজলুর রহমানের সহধর্মিণী উম্মে কুলসুম রেখা, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আমিনুল ইসলাম রতন, মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি, এডভোকেট জাহিদুল আলম জাহাঙ্গীর, জেলা বিএনপির সদস্য আলমগীর শিকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন রুবেল।
ইটনা-অষ্টগ্রাম-মিঠামইন তিন উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৪ আসন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৩৫২।

