মোস্তাফিজার রহমান
ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি

“তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক” এই স্লোগানকে সামনে রেখে সোমবার ২৮ ডিসেম্বর বিকেল ৪ টা হইতে সন্ধ্যা ৭টা পর্যন্ত কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় (পাইলট)এর হল রুমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে এ পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এ প্রশিক্ষণে ফুলবাড়ী উপজেলা শাখা ও কলেজ শাখা ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে। আজকের এই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন, কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আল মারজান,ঢাবি ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক চেমন ফারিয়া ইসলাম মেঘলা, হাজী মুহাম্মদ মুহসীন হলের ছাত্রদলের আহবায়ক আবু জাফর গিফারী ইফাত,এআইইউবির ছাত্রদলের সভাপতি শামসুদ্দোহা শাওন,সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আল হেলাল হোসেন ইলমান, আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ায়েস করেনি, তেজগাঁও কলেজের সদস্য রাকিবুল ইসলাম রানা।

এসময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের আহবায়ক রেজাউল ইসলাম রেজা, সদস্য সচিব শ্রী বিষ্ণু চন্দ্র সেন,ফুলবাড়ী ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সানরোজ বসুনিয়া,সাধারণ সম্পাদক মহেশ্বর রায় শুভ সহ আরো অনেকে।