বিজয় কর রতন
কিশোরগঞ্জের ইটনায় অগ্নিকান্ডে আহত শিশু অয়ন (১২) অবশেষে মারা গেছে। মঙ্গলবার ভোর ৫ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত অয়নের মামা মিয়া হোসেন। অয়ন ইটনা উপজেলার ডুইয়ারপাড় গ্রামের আলমগীর মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে ইটনা উপজেলার জয়সিদ্ধি বাজারের হাসান আলীর মালিকানাধীন একটি মুদি দোকানে আগুন লাগে। আগুনে মালামালসহ দোকানটি পুড়ে যায়।
এ সময় দোকানের ভিতরে থাকা শিশু কর্মচারী অয়ন দগ্ধ হয়। আগুনে পাশের তাপস সিদ্দিকীর মালিকানাধীন একটি মোবাইল সার্ভিসিং দোকান এবং আল আমিনের মালিকানাধীন একটি কম্পিউটার দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধ অয়নকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

