মোঃ শাহাদাত হোসাইন
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় ইন্তেকাল করেন। আজ দুপুর পৌনে ৩টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। যেখানে হাজির হন কয়েক লক্ষ মানুষ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় শরণখোলায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল ও কোরআন খতম সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাউথখালী ইউনিয়ন বিএনপির সদস্য এমদাদুল হক মিন্টু, ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোস্তফা জামান খোকন, ইউনিয়ন বিএনপি নেতা মনিরুজ্জামান হাওলাদার, খলিলুর রহমান ও স্বেচ্ছাসেবকদল নেতা রাজু গাজীসহ সাউথখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

