হযরত বেল্লাল
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। নতুন বছরের প্রথম দিন সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলার সরকারি ও বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন কারিকুলামের পাঠ্যবই তুলে দেওয়া হয়। নতুন বই পেয়ে আনন্দ ও উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা।
প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে নতুন কারিকুলামের বই বিতরণ করা হয়। তবে বই সরবরাহ না পৌঁছানোয় সপ্তম শ্রেণির বই বিতরণ করা সম্ভব হয়নি।
বই বিতরণ উৎসবে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় প্রতিষ্ঠান প্রধান, স্থানীয় সুধীজন, গণ্যমান্য ব্যক্তি ও ম্যানেজিং কমিটির সদস্যরা অংশ নেন। পরে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন।
উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ২৫৯টি, কিন্ডারগার্টেন স্কুল ১২১টি, নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ২৪টি, অনিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ১১৭টি এবং বেসরকারি উন্নয়ন সংস্থা পরিচালিত প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৫০টি। এসব প্রতিষ্ঠানের মোট ৮৫ হাজার ৩৯৭ জন শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হয়েছে।
এছাড়া নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় ৯১টি, মাদ্রাসা ৪৯টি এবং এবতেদায়ী মাদ্রাসা ১৪৩টির বিপরীতে ৬৬ হাজার ৮৫০ জন শিক্ষার্থীর মাঝে পাঠ্যবই বিতরণ করা হয়েছে।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বেলাল হোসেন জানান, সপ্তম শ্রেণির বই এখনও উপজেলায় পৌঁছায়নি। আগামী এক সপ্তাহের মধ্যে এসব বই পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। অন্যান্য সব শ্রেণির বই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

