ওমর ফারুক
বার্তা সম্পাদক

আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি) নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে নতুন বই ও শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইনের নির্দেশনায় আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মানবিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সদস্য ও সুইড বাংলাদেশ নরসিংদী শাখার সভাপতি, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুমন এবং সদর উপজেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম।

এ সময় বিদ্যালয়ের অতি গরিব ও অসহায় ২০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত পরিবারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া উপস্থিত ছিলেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ডা. মো. আব্দুল্লাহ আল রাশেদ এবং বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য আবুহেনা মোস্তফা কামাল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মুক্তা রানী দাস।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইনের পক্ষ থেকে শীতার্ত ও অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য কম্বল প্রদান করা হয়।