মোঃ শাহাদাত হোসাইন
শরনখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় খালে ডুবে লাবিব (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু লাবিব শরণখোলা উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলামের পুত্র।


নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার (৫ জানুয়ারী) দুপুরের দিকে শিশু লাবিব সবার অলক্ষ্যে উত্তর কদমতলা গ্রামের বাড়ীর সামনের খালে পড়ে ডুবে যায়। প্রতিবেশীরা খালে শিশুটির লাশ ভাসতে দেখে পরিবারকে খবর দেয়। পরে স্বজনরা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডাঃ শেখ তাসনুভা আলম বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে।