মোঃ শাহাদাত হোসাইন
বাগেরহাটের শরণখোলায় আগামী এক বছরের জন্য ২০ সদস্যবিশিষ্ট যুব কমিটি গঠন করা হয়। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ১০ টায় শরণখোলা উপজেলার অগ্রদূত ফাউন্ডেশনে উপস্থিত যুবক-যুবতীদের সম্মতিতে এ কমিটি গঠন করা হয়।
সেন্টার ফর ডিজ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর সহযোগিতা ও বাস্তবায়নে ইয়ুথ কমিটি গঠন শীর্ষক সেমিনারে উপস্থিত ছিলেন সিডিডি এর প্রকল্প ব্যবস্থাপক সুবীর কুমার সাহা, ফিল্ড কো-অরডিনেটর মোঃ জাহিদুল ইসলাম।
এ সময় শরণখোলা উপজেলার বিভিন্ন এলাকার যুবকদের সম্মতিতে ইনক্লুসিভ ইয়ুথ ফোরাম ফর কোস্টাল ক্লাইমেট রেজিলেন্স নামক একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। সততা, নারী-পুরুষ সমতা, প্রতিবন্ধী-অপ্রতিবন্ধী সমতা এবং সম্পদের সুষম বন্টন এই মূলনীতিকে সামনে রেখে এই সংগঠন শরণখোলায় জলবায়ু বিপর্যয়, গাছ লাগানোসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করবে।
উপস্থিত সকলের সম্মতিতে আগামী এক বছরের জন্য ইনক্লুসিভ ইয়ুথ ফোরাম ফর কোস্টাল ক্লাইমেট রেজিলেন্স এর ২০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। যেখানে সভাপতি তাসমিয়া আক্তার এবং সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসাইন মনোনীত হয়েছেন।
কমিটির বাকী সদস্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক বৃষ্টি মন্ডল, এ্যাডভোকেসি সম্পাদক মোঃ সোলায়মান, যুগ্ম এ্যাডভোকেসি সম্পাদক মোসাঃ মিতু, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, কোষাধ্যক্ষ হাসি আক্তার, প্রচার সম্পাদক লামিয়া আক্তার এবং দপ্তর সম্পাদক মিমি আক্তার এবং বাকী ১১ জন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

