হারুন শেখ
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোংলায় দিগরাজ বাজারে এলাকায় ট্রেনের নিচে চাপা পড়ে নয়মী বিশ্বাস (২৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে মোংলা উপজেলার দিগরাজ বিদ্যার বাহন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নয়মী বিশ্বাস মোংলা উপজেলার শেলাবুনিয়া গ্রামের দিনেশ বিশ্বাসের মেয়ে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে রেললাইনের ওপর দিয়ে একটি ট্রেন চলাচলের সময় ওই নারী ট্রেনের নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা, এটি আত্মহত্যা হতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনদের মাঝে চলছে আহাজারি।