
ওমর ফারুক
নরসিংদীর বাসাইল এলাকায় মানবিক ও ক্রীড়ামূলক আয়োজনে উদযাপিত হলো মানবকল্যাণ যুব সংগঠন–এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটির উদ্যোগে আয়োজন করা হয় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও একটি ব্যাডমিন্টন প্রীতি টুর্নামেন্ট।
শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সকালে বাসাইল এলাকার বিভিন্ন অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
সরকারি কলেজ শাখার সাবেক ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম এর উদ্ভোধনে নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী ফোরামের আহবায়ক আবু বকর তামিম, পলাশের পাপড়ি সংগঠনের সভাপতি শেখ রাসেল মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তরুণ স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
পরে প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দকে আরও প্রাণবন্ত করতে আয়োজিত হয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট। খেলায় অংশ নেন স্থানীয় যুবসমাজ ও সংগঠনের সদস্যরা। খেলাটি ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন,মানবকল্যাণ যুব সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। ভবিষ্যতেও শিক্ষা, মানবিক সহায়তা ও ক্রীড়াঙ্গনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান,মানবতার সেবায় তরুণদের আরও সক্রিয় করতেই তাদের এই ধারাবাহিক কার্যক্রম অব্যাহত থাকবে। মানবিকতা ও খেলাধুলার সমন্বয়ে সফলভাবে সম্পন্ন হয় মানবকল্যাণ যুব সংগঠন, বাসাইল, নরসিংদী এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান।

