মোঃ মুক্তাদির হোসেন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী ভরান গালর্স স্কুল রোড এলাকায় ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার অভিযুক্ত মোঃ ফারুক (৩০), পিতা—কামাল হোসেন। তিনি মধ্য আরিচপুর (গালর্স স্কুল রোড, আলম ভিলা) এলাকার বাসিন্দা।

এজাহার সূত্রে জানা যায়, টঙ্গী ভরান গালর্স স্কুল রোডে অবস্থিত একটি ভবনের নিচতলায় ভুক্তভোগী কিশোরী অঙ্কিতা ঘোষ অথৈ (১২) তার মা অনিকা রানী দাসের সঙ্গে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল। অভিযুক্ত ফারুক একই ভবনের নিচতলায় বেকারির মালামালের ব্যবসা করতেন।

অভিযোগে বলা হয়, ব্যবসার সুবাদে অভিযুক্ত দীর্ঘদিন ধরে কিশোরীকে উত্ত্যক্ত করে আসছিলেন। একপর্যায়ে তিনি কিশোরীর ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে অশালীন বার্তা ও নিজের বিবস্ত্র ছবি পাঠান। গত ১ নভেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে অভিযুক্ত কিশোরীর কক্ষে প্রবেশ করে তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় কিশোরীর পরিহিত জামাকাপড় ছিঁড়ে ফেললে তার চিৎকারে পাশের কক্ষ থেকে মা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। ঘটনার পর কিশোরীকে গত ৭ ডিসেম্বর ২০২৫ তারিখে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ভুক্তভোগীর মা অসুস্থ থাকায় এবং পারিবারিক আলোচনার কারণে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় শিশু আইনসহ সংশ্লিষ্ট ধারায় টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।