বিজয় কর রতন
মিঠামইন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সোমবার ১২ ই জানুয়ারি এসডিএফ কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেক হোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, মিঠামইন উপজেলা নিবার্হী কর্মকর্তা এস , এম আব্দুল্লাহ বিন- শফিক । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ মাহমুদ হাসান ( জেলা ব্যবস্থাপক এসডিএফ কিশোরগঞ্জ) ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ডাঃ আহমেদ তাকি তাহমিদ ( আঞ্চলিক ব্যবস্থাপক স্বাস্থ্য ও পুষ্টি) , প্রকল্পের অগ্ৰগতি বিষয়ে উপস্থাপন করেন, ডাঃ শাহিনুর আক্তার হ্যাপি ( জেলা স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা এসডিএফ) , জাহাঙ্গীর আলম ( আঞ্চলিক ব্যবস্থাপক এইচ,আর ময়মনসিংহ) , মোঃ আশিকুর রহমান ( আঞ্চলিক ব্যবস্থাপক অর্থ) , মোঃ শাহিনুর আলম ( জেলা কর্মকর্তা কমিউনিটি ফাইনান্স) , সালমা বেগম ( জেলা কর্মকর্তা লাইভলি হোড) , মোঃ রূস্তম আহমেদ ( যুব ও কর্মসংস্থান কর্মকর্তা) , মোঃ আশিক মাহমুদ ( ক্লাস্টার কর্মকর্তা)।
উপজেলা পর্যায়ে বক্তব্য রাখেন, মোঃ লিয়াকত আলী ( ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মিটামইন থানা) , ডাঃ মোঃ আব্দুল্লাহ আল সাফি ( উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিঠামইন) , মোঃ ওবায়দুল ইসলাম অপু ( উপজেলা কৃষি কর্মকর্তা) , মোঃ সৈয়দ হোসেন ( উপজেলা সমবায় কর্মকর্তা) , মোঃ হিজেল মাহমুদ ( উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা) , প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মোঃ মনিরুল ইসলাম মনির ( জেলা আইটি এন্ড এমআইএস কর্মকর্তা) ।
অনুষ্ঠানে এছাড়াও বিভিন্ন গ্ৰাম উন্নয়নের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশ নেন।

