ওমর ফারুক
বার্তা সম্পাদক

নরসিংদীর শিবপুর উপজেলায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযানে ভেঙে পড়েছে একটি সংঘবদ্ধ অপরাধ সাম্রাজ্য।

 ১৩ জানুয়ারি ২০২৬, রাত ১০টা ২৫ মিনিটে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবপুর থানাধীন মদিনা জুট মিলস সংলগ্ন কারারচর, জাঙ্গাইলা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে সন্ত্রাসী ও মাদকচক্রের গডফাদার জামাল উদ্দিন খোকা (৭০)-সহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

দীর্ঘদিন ধরে যিনি মাদক, অস্ত্র ও অপরাধের ছায়াশাসন কায়েম করে পুরো এলাকা জিম্মি করে রেখেছিলেন, সেই খোকার আস্তানায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় অস্ত্রভাণ্ডার, বিপুল মাদক ও নগদ অর্থ।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে—জামাল উদ্দিন খোকা (৭০) সন্ত্রাস ও মাদকচক্রের গডফাদার তার স্ত্রী সেলিনা বেগম (৫০), সম্পা (২৪), আলমগীর (৩৭), শামসুন নাহার (৫০), আজিজুল মিয়া (৩২), ফয়সাল মিয়া (২০) সবাই শিবপুর থানাধীন বিভিন্ন এলাকার বাসিন্দা।

অভিযানে যা উদ্ধার হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, অভিযানে জব্দ করা হয়েছে—১টি সচল আগ্নেয়াস্ত্র ও ২টি কার্তুজ, ৩টি পিস্তল ম্যাগাজিন, ১,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১৫,৪০,১০০ টাকা

, ১৭টি মোবাইল ফোন (১৩ স্মার্টফোন, ৪ বাটন ফোন), ২টি সামুরাই, ৬ বোতল ফেন্সিডিল, ৯ বোতল বিদেশি মদ, ২টি নকল পিস্তল, ২টি রাম দা, ১টি ল্যাপটপ ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম, উদ্ধারকৃত এসব আলামত স্পষ্টভাবে প্রমাণ করে কত সক্রীয় অপরাধী চক্র। 

তবে এলাকার দাবী হচ্ছে, যারা প্রকৃত অর্থে অপরাধী এবং মাদক কারবারের সাথে জড়িত তাদের যেন আটক করা হয়। তাহলে এলাকায় সস্থি ফিরে আসবে।