মোঃ কামরুল ইসলাম খান
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমা। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ আশিক নূরের নেতৃত্বে আয়োজিত সভায় ফুলপুরসহ জেলার সাতটি উপজেলার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সভায় জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ চিহ্নিত করে তা সমাধানের উপায় নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।