সম্পাদক

মোঃ মোবারক হোসেন, স্টাফ রিপোর্টার:

“সুস্থ দেহে সুন্দর মন,গড়ে তোলে ক্রীড়াঙ্গন” এই স্লোগানকে সামনে রেখে মনোহরদীতে অনুষ্ঠিত হলো ৫১তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা।

সোমবার (১৬ জানুয়ারী) বিকাল ৩টায় মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন মনোহরদী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার জলিল মিয়ার সঞ্চালনায় উপজেলা ভিত্তিক ৫১তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, ক্রীড়া শরীর এবং মন গঠনে সহায়তা করে। আমরা যদি সারা বছর শুধু পড়াশোনার মধ্যেই নিজকে ব্যস্ত রাখি তাহলে চলবে না। শৈশব থেকে কৈশোর থেকেই শিক্ষার্থীদের অনেক কিছু করণীয় আছে এর মধ্যে খেলাধুলা অন্যতম। তাছাড়া সাংস্কৃতিক, কবিতা আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা,চিত্রাংকন,রচনা প্রতিযোগীতা এগুলোর মাধ্যমে যেমন আত্মবিশ্বাস তৈরী হয় তেমনি গুণাবলীর বিকাশও হয়। অনুরূপভাবে শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রেখে উপজেলা, জেলা,বিভাগ, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তারা অবদান রেখে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সম্মান বৃদ্ধি করতে পারে। অলস মস্তিষ্ক হচ্ছে শয়তানের কারখানা। তাই আমাদের ব্রেইনকে যেনো শয়তানের কারখানা না বানাই।এই কারণে আমাদেরকে ব্যস্ত থাকতে হবে। শিক্ষার্থীরা পড়াশোনা, খেলাধুলা, শরীরচর্চা এবং একই সাথে সাথে কালচারাল ইভেন্টে নিজেদেরকে সংশ্লিষ্ট করে যে সকল মন্দ বা খারাপ অভ্যাস আছে সেইসব দিক থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করতে হবে। আমি মনে করি প্রতিষ্ঠান প্রধানগণ এবং যারা ক্রীড়া শিক্ষক আছেন আপনারা এইসব বিষয়গুলোর দিকে নজর দিবেন এবং আমাদের শিক্ষাঙ্গনকে ইভটিজিং, বাল্যবিবাহ,মাদক,সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করতে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবেন।

পরে মনোহরদী উপজেলায় ১০ জানুয়ারী থেকে শুরু হওয়া ১৬ জানুয়ারী পর্যন্ত উপজেলার ৭২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতিযোগীতার মাধ্যমে বাছাই করে ১৬৬জন এথলেটিক্স বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় মনোহরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুর রহমান, মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজতবা জুয়েল,মনোহরদী ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আতিকুল হোসেন মিলনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র/ছাত্রীসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।