সম্পাদক

স্টাফ রিপোর্টার:

দিনাজপুরে-ফুলবাড়ী মহাসড়কে র উচিতপুর এলাকায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
দিনাজপুর-ফুলবাড়ি মহাসড়কের উচিতপুরের সামনে হযরত পুর (মালাইপুর) স্থানে (১৮ই জানুয়ারি) বুধবার আনুমানিক সকাল ৭টার দিকে উচিতপুর এলাকার হযরতপুর (মালাইপুর) নামক স্থানে একটি বাস মোটরসাইকেল কে পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন! স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায় আজ সকালে একটি বাস মোটরসাইকেলের আরোহী ধাক্কা দিলে মোটরসাইকেলের আরোহী ঘটনা স্থলেই নিহত হন!
এলাকাবাসী আরো জানান, নিহত ব্যক্তির প্যান্টের পকেটে আনুমানিক তার পরিচয় পাওয়া যায়! তার পরিচয় নবাবগঞ্জ উপজেলার ভাদেরিয়ার ৮ নং ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকার মৃত: মশিউর রহমানের বড় ছেলে নুরুজ্জামান সরকার (৪০)।


নিহতর ছোট ভাই মোঃ আক্তারুজ্জামানের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, আমার বড় ভাই বাড়ি থেকে দিনাজপুরে কি কাজে গিয়েছিল তা জানিনা, তবে সকালে খবর পাই যে আমার বড় ভাই ফেরার পথে উচিত পুরের মালাইপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। তার মটরসাইকেল চুরমার হয়ে গেছে।


এ ব্যাপারে চিরিরবন্দর থানার (ওসি) মোঃ বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমরা পোঁছে,নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।