ওমর ফারুক
স্টাফ রিপোর্টারঃ
আগামীত ২৯ জানুয়ারি রাজশাহী ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষে চলতি মাসের ২১ শে জানুয়ারি বিকালে ”কৃষক বাচঁলে বাঁচবে দেশ এই স্লোগান নিয়ে তানোর মুন্ডুমালা উচ্চ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মুন্ডুমালা পৌর কৃষক লীগের আয়োজনে প্রস্ততি সভা ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী কৃষক লীগের সভাপতি অধ্যক্ষ মোঃ তাজবুল ইসলাম।
সভায় প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা আওয়ামী কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শরিফ খান। তানোর উপজেলা আওয়ামী কৃষক লীগের সভাপতি রামকমল শাহ।
তানোর উপজেলা আওয়ামী কৃষক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক।
সভা সভাপতিত্ব করেন মুন্ডুমালা পৌর কৃষক লীগের সভাপতি রজব আলী
সভা পরিচালনা করেন মুন্ডুমালা পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক রবিউল করিম।
অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন আমিন, জেলা যুবলীগ নেতা বদিউজ্জামান নয়ন। উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর নাহিদ। আওয়ামী নেতা ও কাউন্সিলর মুন্টু। ছাএলীগ নেতা মিজান সহ মুন্ডুমালা পৌর সভার ৯ টি ওয়ার্ড থেকে আসা কৃষক লীগের নেতাকর্মী রা উপস্থিত ছিলেন।

