ওমর ফারুক
স্টাফ রিপোর্টারঃ
নরসিংদী সদর উপজেলাধীন মহিষাশুড়া ইউনিয়ন এর আলোকিত সামাজিক সংগঠন এর পক্ষে হতে সবুজ নগর মহল্লার একটি রাস্তা মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।
সবুজ নগর মহল্লার এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল কলেজ ও কয়েকশত সাধারণ মানুষের চলাচল করতে হয়। বৃষ্টি ও বর্ষার মৌসুমে মানুষ চলাচলের জন্য অনুপযোগী হয়ে পরে এ রাস্তাটি। জনপ্রতিনিধিদের নজর না থাকায় এই স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক দিক বিবেচনায় স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণে অংশ গ্রহণ করে।
এসময় উপস্থিত সংগঠন এর সভাপতি মোঃ আলমগীর হোসেন বলেন, মানবিক কার্যক্রমের অংশ হিসাবে আমরা স্বেচ্ছাশ্রমে রাস্তাটি নির্মাণ করছি।’
সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা নোমান আহমেদ বলেন, আমরা লোকদের যাতায়াত সুবিধার জন্য এবং মানবিক বিবেচনা করে রাস্তা করতে চেষ্টা করছি।
স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণে অংশগ্রহণ করে আলোকিত সামাজিক সংগঠন এর সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান মোঃ সিদ্দিক ভুঁইয়া, দপ্তর সম্পাদক, মোঃ আবু তাহের, প্রতিষ্ঠাতা ও সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল ইসলামসহ সংগঠন এর সকল সদস্যবৃন্দ
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ সাহেব আলী প্রধান,মোঃ নাসির উদ্দিন নাসির।

