ওমর ফারুক

স্টাফ রিপোর্টারঃ

পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ৩ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী।

রবিবার সকালে দীঘিনালা সেনা জোনের আয়োজনে উপজেলার উদাল বাগান উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্ণেল রুমন পারভেজ।এসময় আরও উপস্থিত ছিলেন ক্যাপ্টেন হাসনাইন আলভী প্রমূখ।

এছাড়াও একই সময়ে দীঘিনালা জোন সদরে শীতার্তদের মাঝে অর্ধশতাধিক কম্বল বিতরন করেন মেজর নাহিদ হাসান ও ক্যাপ্টেন এম এ মোমেন সিহাব।

দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্নেল রুমন পারভেজ বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় পাহাড়ি বাঙালিদের নানা ধরনের সুযোগ সুবিধা দিয়ে আসছে। আমাদের এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা বলেন, দীঘিনালা সেনা অতীতেও এ-অঞ্চলের সাধারণ মানুষের পাশে ছিলেন। বর্তমানেও পাহাড়ি বাঙালি নির্বিশেষে সকলকে নানা ধরনের সাহায্য সহযোগিতা করে আসছেন৷আজ উদাল বাগান এলাকায় ৩শতাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ ধরনের মানবিক কাজের জন্য দীঘিনালা ইউনিয়ন বাসীর পক্ষ হতে বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই৷