ওমর ফারুক


বান্দরবানের লামা উপজেলার পার্শবর্তী উপজেলা চকরিয়ার পশ্চিম কৈয়ারবিল ভরন্যারচর গ্রামে অবস্থিত’ভরন্যারচর তা’লীমুল ইসলাম মাদরাসা হেফজখানা ও এতিমখানার ১০তম বার্ষিক সভায় (আজ ২২জানুয়ারী-২৩ইং) রাত দশটায় ‘হেফজ সমাপ্তকারী ৫ জন ছাত্রকে পাগড়ি,সম্মাননা ক্রেস্ট এবং তৃতীয় শ্রেণীর কেন্দ্রীয় সনদ পরীক্ষায়-২২ইং সেরা ২০-এ স্থান প্রাপ্ত ৬ জন ছাত্রকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।
এছাড়া ও মাদরাসার একাডেমীক বার্ষিক ফলাফলে শ্রেণী ভিত্তিক(প্রতি শ্রেণীতে) সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত -৩জন ছাত্রছাত্রী সহ ক্লাসে শতভাগ উপস্থির উপর পুরুষ্কার প্রদান করেন মাদরাসা কর্তৃপক্ষ।
বরইতলী ফয়জুল উলুম মাদরাসার পরিচালক,মাওলান গোলামুর রহমানের সভাপতিত্বে,প্রধান অতিথির আলোচনা করেন,পীরে কামেল মাওলানা ক্বারী নুরুচ্ছুলতান সাহেব,পরিচালকঃ-বানিয়ারচর হামিউচ্ছুন্না মাদরাসা।বিশেষ বক্তার আলোচনা করেন,মাওলানা রফিক উল্লাহ,মাওলানা আব্দুর রহমান সাহেব,মাওলানা আনোয়ার হোছাইন।
এছাড়া ও আলোচনা করেন,মাওলানা আব্দুল্লাহ আল মোছাদ্দেক,শিক্ষক অত্র মাদরাসা।
দিনব্যাপী বার্ষিক সভায় উপস্থিত ছিলেন,মাওলানা আকতার হোসাইন,মাস্টার মাহফূজুল করিম,হাফেজ মাওলানা আব্দুস সালাম, মাওলানা তৌহিদুল ইসলাম,মাষ্টার আবু তাহের প্রমুখ।
সভায় হাফেজ ছাত্রদেরকে পাগড়ি পরিয়ে দেন প্রধান মেহমান।পরে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে সম্মাননা স্বারক দেন-অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক,মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ্।