সম্পাদক
বিনোদন ডেস্কঃ
গোপনে বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় জুটি শামীম হাসান সরকার ও অহনা রহমান। সোশ্যাল মিডিয়ায় বিয়ের খবরটি নিজেই জানালেও কোথাও যেন একটা রহস্য থেকেই যাচ্ছে। নেটিজেনদের প্রশ্ন, সত্যিই কি তারা বিয়ের করেছেন নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে।

রোববার (২২ জানুয়ারি) মধ্যরাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে ‘বিবাহের হলফনামা’ প্রকাশ করেছেন শামীম হাসান সরকার। অহনাকে ট্যাগ করে দেওয়া সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’
শামীম হাসান সরকারের সেই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়েছে। নেটিজেনদের অনেকেই তাদেরকে অভিনন্দন জানাচ্ছেন। তবে কেউ কেউ সেটিকে ‘নাটকের গল্প’ বলেও মন্তব্য করেছেন।
এদিকে দীর্ঘদিন ধরেই নাটকপাড়ায় কান পাতলেই শামীম-অহনার প্রেমের গুঞ্জন শোনা যেত। যদিও এ বিষয়ে তারা বরাবরই বেশ নিশ্চুপ ছিলেন। তবে অভিনেতার এমন পোস্টের পর তাদের সম্পর্কের বিষয়ে জানতে নেটিজেনদের আগ্রহের মাত্রা বেড়েছে।

