ওমর ফারুক
স্টাফ রিপোর্টারঃ
ভোলার দৌলতখান উপজেলার বাংলাবাজারের দক্ষিণ পাশে জয়নগর টেকনিক্যাল কলেজের সামনে ভোলা -চরফ্যাশন সড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১ ও অন্তত ৫০ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে উপ-শহর বাংলাবাজারের ভোলা-চরফ্যাশন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটন শাজাহান (৬৫) নামের এক ব্যক্তি ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছে।
নিহত শাজাহান ভোলার লালমোহন উপজেলা ধলীগৌর নগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কুমারখালী গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, অন্তত অর্ধশতাধিক যাত্রী নিয়ে ভোলা থেকে (ভোলা-ব ০৫-০০১৮) নাম্বারের বাসটি চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। এসময় দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের টেকনিক্যাল কলেজ সংলগ্ন স্থানে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের খাদে পড়ে যায়। এসময় যাত্রীদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাৎক্ষণিক উদ্ধার কাজে নেমে পড়েন। গণমাধ্যম কর্মীরা ৯৯৯ এ কল করার পরে ভোলা সদর ও বোরহানউদ্দিন থেকে ফায়ার সার্ভিস কর্মীরা এসে স্থানীয়দের সঙ্গে উদ্ধার কাজে অংশ নেন। এসময় বাসে থাকা ১ জন নিহতও অন্তত ৫০ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মে: ফরিদ জানান, দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের টেকনিক্যাল কলেজ সংলগ্ন সড়কে বাস উল্টে খাদে পড়ার সংবাদ পেয়ে তাৎক্ষণিক আমরা দুর্ঘটানস্থলে ছুটে যাই। বাসের চালক ও হেল্পার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

