ওমর ফারুক

স্টাফ রিপোর্টারঃ

খুলনার বটিয়াঘাটায় মুদি দোকানে অগ্নিকাণ্ডে প্রায় ৭/৮ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে । ঘটনাটি ঘটেছে গত শুক্রবার দিবাগত অনুমানিক রাত ১ টায় উপজেলার খলসীবুনিয়া কাছারিবাড়ি বাজারে নিহার রঞ্জন ঢালির মুদি দোকানে । প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার খলসীবুনিয়া কাছারিবাড়ি বাজারে নিহার রঞ্জন ঢালী প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়িতে ঘুমিয়ে পড়ে । এসময় আনুমানিক রাত ১ টায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে নিহার রঞ্জনের মুদি দোকানে আগুন লাগে । স্থানীয় লোকজন বটিয়াঘাটা ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে । ততক্ষণে নিহার রঞ্জনের মুদি দোকান পুড়ে ছাই হয়ে যায় এবং প্রায় ৭/৮ লক্ষ টাকার মালামালের ক্ষতি হয় । খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, বটিয়াঘাটা সদর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান পল্লব বিশ্বাস রিটু ও ইউপি সদস্য প্রবিত্র ছুটে যান । এছাড়া ওই সময়ে কালা গোলদার ঔষধের দোকান সামান্য কারণে বেঁচে যায় বলে জানান স্থানীয় লোকজন ।