সম্পাদক
নিউজ ডেস্কঃ
এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ২০২২ অর্থবছরের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর শেরাটন হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ২০২২ অর্থবছরের অর্জনের উপর আলোচনা করা হয় এবং এসএমসির ১২টি আঞ্চলিক অফিসের সেলস টিমের কর্মীদের বিক্রয়লক্ষ্যমাত্রা অর্জনে উল্লেখযোগ্য অবদানের জন্য সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়।
বাংলাদেশ সরকারের পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য অধিদপ্তরের অন্যতম উল্লেখযোগ্য পার্টনার হিসেবে এসএমসি, পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে কাজ করে আসছে। এসএমসির ওরস্যালাইন-এন বাঁচিয়ে চলেছে শিশুসহ হাজারো মানুষের জীবন।
অমল রজক, ডা. রাইয়াতুন তেহরীন এবং রাজিয়া সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমসির বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান ওয়ালিউল ইসলাম এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসএমসির বোর্ড অব ডিরেক্টরসের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী এবং সিদ্দিকুর রহমান চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন- এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তছলিম উদ্দিন খান ও এসএমসি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক আবদুল হক প্রমুখ।
সম্মেলনে ২০২২ অর্থবছরের ১২ মাসের পারফরমেন্স উপস্থাপন করেন কোম্পানির জেনারেল ম্যানেজার সি এন মন্ডল। এ সময় তিনি বলেন, কোম্পানির আয় ২০২১ অর্থবছরের ১২ মাসের পারফরমেন্সের তুলনায় ২০২২ অর্থবছরে ১৬ শতাংশ বেড়েছে। বর্তমানে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড ৭ লাখ ১৬ হাজারের বেশি সংখ্যক আউটলেটে পণ্য সরবরাহ করছে। বিপণন কৌশল উপস্থাপন করেন মার্কেটিং বিভাগের জিএম খন্দকার শামীম রহমান।

