সম্পাদক

বিনোদন ডেস্কঃ

বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় স্টার কিড শেহজাদ খান বীর। বাবা শাকিব ও মা বুবলীর তারকাখ্যাতির সুবাদে ছোট্ট বীরও তারকা বনে গেছে। তাকে ঘিরে নেটিজেনদের আগ্রহের কমতি নেই। সোশ্যাল মিডিয়ায় বীরের ছবি পোস্ট করা মাত্রই সেটি ভাইরাল হয়ে যায়।

শাকিবের দুই সন্তান (জয় ও বীর) প্রায়ই তার সঙ্গে সময় কাটায়। তিনিও সন্তানদের সঙ্গ বেশ উপভোগ করেন। সম্প্রতি শাকিবের অফিসে তোলা বীরের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বুবলী।

সেখানে দেখা যাচ্ছে, বাবা শাকিব খান যে চেয়ারে বসেন, সেখানেই বসে আছে ছোট্ট বীর। টেবিলের একপাশে শাকিব খানের অর্জিত কয়েকটি পুরস্কারের ট্রফি। টেবিলের ওপর রাখা দাবার বোর্ডে ছড়িয়ে ছিটিয়ে আছে ঘোড়া, রাজা ও মন্ত্রী। বাবার অফিসে বসে দাবা খেলায় মগ্ন সে।

সেই পোস্টের ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘দাবা খেলা শেহজাদ স্যারের ভীষণ প্রিয়। সে তার নিজস্ব স্টাইলে খেলে।’

প্রসঙ্গত, গেল বছরের অক্টোবরে বীরকে প্রকাশ্যে আনেন শাকিব-বুবলী। এরপর থেকে প্রায়ই ছেলের ছবি পোস্ট করেন নায়িকা। বরাবরের মতোই বুবলীর নতুন পোস্টটিও নেটিজেনদের নজর কেড়েছে।